শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন, সাঈদ সভাপতি বারী সম্পাদক সুন্দরবনে এক জেলে অপহরণ,বনজীবিদের মধ্যে আতঙ্ক শ্যামনগরে ডিজিএফআই কর্তৃক এক ভূয়া গোয়েন্দা সদস্য আটক সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক সাংবাদিক ঢাকায়,মামলা হলো শ্যামনগর থানায় ইসু ভারতে ইলিশ মাছ পাঁচারের শ্যামনগরে ১০ বছর পর উন্মুক্ত হল দুটি খাল শ্যামনগরে মৎস্য ঘের মালিককে কুপিয়ে হত্যা একটি নিখোঁজ সংবাদ, খাগড়াদানা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তি নিখোঁজ শ্যামনগরে সড়ক দূঘটনায় ও পানিতে ডুবে নিহত দুই, আহত এক একটি নিখোঁজ সংবাদ, ছোটভেটখালি গ্রামের হালিমা নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে শ্যামনগরে ৮০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ শ্যামনগরে ভারতীয় মদ সহ দুই কারবারি আটক শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারের মাঝে বাংলালিংক পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরন শ্যামনগরে রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল সুন্দরবনে রেমালের তান্ডবে নিখোঁজ তিন জেলে উদ্ধার

শ্যামনগর,গাবুরায় বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটার ঘটনায় মামলা

মোঃ মিজান গাজী / ১৩১ ভিউ :
সময় : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

শ্যামনগর উপজেলা আইলা বিধ্বস্ত গাবুরার বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটার ঘটনায় ২০ জনের নামে মামলা হয়েছে, এ মামলায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাত ১০০ জনকে।

সোমবার ‘২৯ জানুয়ারি’ গাবুরা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার বাঁদী হয়ে শ্যামনগয থানায় মামলাটি দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদনিমুখা হার্ট সংলগ্ন এলাকায় মেগা প্রকল্পের ২০৯০ মিটার এলাকায় বেড়িবাঁধের কাজ চলছে। এ বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদীর পাড়ে থাকা বাঁধ রক্ষাকারী চরের বিভিন্ন প্রজাতির তিন হাজার এর অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সহ স্থানীয়রা।

লক্ষ লক্ষ টাকার মূল্যের গাছগুলো নিয়ে স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। পরিবেশ কর্মী হাফিজুর রহমান হাফিজ জানান, এ যেন হরিলুট পাইছে, যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। এভাবে গাছ কর্তন হতে থাকলে হুমকির মুখে পড়বে পরিবেশ।

আরও বলেন মামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।