শ্যামনগর উপজেলা আইলা বিধ্বস্ত গাবুরার বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটার ঘটনায় ২০ জনের নামে মামলা হয়েছে, এ মামলায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাত ১০০ জনকে।
সোমবার ‘২৯ জানুয়ারি' গাবুরা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার বাঁদী হয়ে শ্যামনগয থানায় মামলাটি দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদনিমুখা হার্ট সংলগ্ন এলাকায় মেগা প্রকল্পের ২০৯০ মিটার এলাকায় বেড়িবাঁধের কাজ চলছে। এ বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদীর পাড়ে থাকা বাঁধ রক্ষাকারী চরের বিভিন্ন প্রজাতির তিন হাজার এর অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সহ স্থানীয়রা।
লক্ষ লক্ষ টাকার মূল্যের গাছগুলো নিয়ে স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। পরিবেশ কর্মী হাফিজুর রহমান হাফিজ জানান, এ যেন হরিলুট পাইছে, যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। এভাবে গাছ কর্তন হতে থাকলে হুমকির মুখে পড়বে পরিবেশ।
আরও বলেন মামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।