আজিজুর রহমান : সাতক্ষীরা প্রেসক্লাবের দীর্ঘ ৩.৫ বছর কমিটি না থাকায় সাধারণ সভায় গঠনতন্ত্র মোতাবেক ৫১ ভাগের অধিক সদস্যদের সর্বসম্মতিক্রম সাধারণ সভায় ২৪-২৫ পরিচালনা পরিষদের কমিটি গঠন হয়েছে। দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আ ন ম আবু সাঈদ সভাপতি ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি আব্দুল বারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। অনান্যরা হলেন সহ সভাপতি সাতক্ষীরা বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাফেলার বার্তা সম্পাদক এম এ রফিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক তথ্যর জেলা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক লোকসমাজের জেলা প্রতিনিধি শেখ মাসুদ হোসেন, সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসান, দপ্তর সম্পাদক যায়যায়দিন জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, মুহাঃ জিল্লুর রহমান নির্বাচিত হয়েছে।