শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন, সাঈদ সভাপতি বারী সম্পাদক সুন্দরবনে এক জেলে অপহরণ,বনজীবিদের মধ্যে আতঙ্ক শ্যামনগরে ডিজিএফআই কর্তৃক এক ভূয়া গোয়েন্দা সদস্য আটক সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক সাংবাদিক ঢাকায়,মামলা হলো শ্যামনগর থানায় ইসু ভারতে ইলিশ মাছ পাঁচারের শ্যামনগরে ১০ বছর পর উন্মুক্ত হল দুটি খাল শ্যামনগরে মৎস্য ঘের মালিককে কুপিয়ে হত্যা একটি নিখোঁজ সংবাদ, খাগড়াদানা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তি নিখোঁজ শ্যামনগরে সড়ক দূঘটনায় ও পানিতে ডুবে নিহত দুই, আহত এক একটি নিখোঁজ সংবাদ, ছোটভেটখালি গ্রামের হালিমা নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে শ্যামনগরে ৮০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ শ্যামনগরে ভারতীয় মদ সহ দুই কারবারি আটক শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারের মাঝে বাংলালিংক পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরন শ্যামনগরে রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল সুন্দরবনে রেমালের তান্ডবে নিখোঁজ তিন জেলে উদ্ধার

সাংবাদিক ঢাকায়,মামলা হলো শ্যামনগর থানায় ইসু ভারতে ইলিশ মাছ পাঁচারের

মোড়ল বার্তা ডিজিটাল ডেস্কঃ / ৭৫ ভিউ :
সময় : বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

মোড়ল বার্তা ডিজিটাল ডেস্কঃ  গতকাল ১৪ জুলাই ২০২৪ তারিখে শ্যামনগ‌র উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চি গ্রাম থেকে বাংলাদেশ সিমান্তরক্ষী বাহিনীর কৈখালী বিজিবির সদস্যরা সাজিদা বেগম (১৯) ও হাজরা বেগম (২১) কে আটক করেন।

সা‌জিদা কক্সবাজারের টেকনাফ থানার বাঁশনল ক্যাম্পের সদস্য। আর হাজরা বেগম (২১) কক্সবাজার সদরের ১৮ নং ক্যাম্পের সদস্য।
এ ঘটনায় ঐ দুই রোহিঙ্গাসহ মানব পাচারকারী চক্রের হোতা আব্দুল্লাহ তরফদারকে আটক করে শ্যামনগর থানা-পুলিশে হস্তান্তর করেন সিমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন বিজিবি সদস্যরা৷ মামলা নাম্বার-১১/২৩৩।
এই মামলায় ২ নং আসামি হিসাবে সাংবাদিক আব্রাহাম লিংকনকে মামলা জড়িয়ে দেন।
আব্রাহাম লিংকন গত কয়েকদিন আগে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ পাচারের বিষয় জানতে পেরে অনুসন্ধান শুরু করেন। এই অনুসন্ধানে বেরিয়ে আসে শ্যামনগর থানার ইনচার্জ, কৈখালী বিজিবির সাবেক কোম্পানি কমান্ডার স্থানী লিয়াকত ও একটি চক্র ভেটখালী দিয়ে বিশাল বড় ইলিশ মাছের চালান অবৈধ ভাবে ভারতে পাঠানো হবে৷ প্রায় তিন হাজার কেজি মাছ, ত্রিশ লাখ টাকা মূল্য। খুলনার আরিফ ও সাতক্ষীরার জাহাঙ্গীর এই মাছ এদেরকে ম্যানেজ করে স্থানীয় চোরাকারবারিদের সহযোগিতা নিয়ে ভারতে পাঠানো হবে।

তারই প্রেক্ষিত পরিকল্পিত ভাবে সাংবাদিক আব্রাহাম লিংকনকে ফাঁসিয়ে দেওয়া হয়।

গত ১৫ জুলাই মামলা রুজুর সময় আব্রাহাম লিংকন নিজস্ব কাজে ঢাকাতে অবস্থানরত ছিলেন এবং ইন্টারপোল নেটওয়ার্কে মাধ্যমে জানাযাবে সত্যতা।

স্থানীয় অনেকে জানিয়েছেন, বিজিবির সাবেক কোম্পানি কমান্ডার স্থানী লিয়াকত নিজের এলাকায় চাকুরি করার ফলে ইচ্ছে মত করে চোরাকারবারিদের সাথে সম্মিলিত ভাবে কাজ করে আসছে।

তবে বিজিবির সাবেক কোম্পানি কমান্ডার স্থানী লিয়াকত বিষয়টি অস্বীকার করে, থানা-পুলিশের উপর দ্বায়ভার চাপিয়েছেন।

অন্যদিকে থানা-পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ মোবাইল ফোন না ধরায় তার কাছ থেকে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।