আজিজুর রহমান উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক দূঘটনা ও পানিতে ডুবে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে জাহাজঘাটা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় এবাদুল শেখ (২২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামে আজিজ শেখের পুত্র।
প্রত্যক্ষদর্শী পরিতোষ জানান, কালিগঞ্জ হতে শ্যামনগরে আসার সময় জাহাজঘাটা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে মালবাহী ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গ্রæরত্বর আহত হয়। দ্রæত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নাজমুল নামে এক মোটর সাইকেল আরহী গুরত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
অপরদিকে উপজেলা হরিনগর (ছোটভেটখালী) গ্রামে আলাহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল (২৫) নামে ওই প্রজেক্টের এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) রাতের কোন এক সময়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে থানা পুলিশ জানায়। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা থানার বারআড়িয়াগ্রামে হরেন্দ্রনাথ মন্ডলের পুত্র।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।