আজিজুর রহমান উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস,এম আতাউল হক দোলন এর গাড়িতে হামলা হয়েছে, এতে এক জন আহত হয়েছে আজ শুক্রবার ৯:৩০ মিনিটে শ্যামনগর উপজেলা গোডাউন মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এ হামলায় গাড়ির ডান সাইডের গেলাস ভেঙ্গে ভিতরে থাকা ব্যক্তির বুকে লেগে আহত হন, আহত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ।
আহত মেহেদী হাসান মারুফ এখন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সাথে সাথে ঘটনাস্থানে শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেন আটককৃত ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে আছেন।
এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য এস,এম আতাউল হক দোলন বলেন আমি কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিক শেষ করে বাসায় ফেরার পথে গোডাউন মোড় স্থান পৌঁছালে হঠাৎ করে আটককৃত ব্যক্তি আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে ভিতরে থাকা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ ইটের আঘাতে আহত হন।
ও এ বিষয় ওসি তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।