ডেস্ক রিপোর্টঃ দেবহাটা উপজেলার জগন্নাথপুর আহছানিয়া মিশনের উদ্যোগে বাদ আসর মিশন কার্যালয়ে যথাযজ্ঞ ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে “আহছানিয়া মিশন দিবস” ২০২৪ পালিত হয়। অত্র মিশনের সভাপতি এস কে শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন জাগো যুব ফাউন্ডেশনে নির্বাহী প্রধান ও মিশন সদস্য শেখ ফারুক হোসেন, আরও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো: আবুল হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ কওসার আলী, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াদ আলী, কোষাধাক্ষ নজরুল ইসলাম সহ অত্র মিশনের বিভিন্ন পর্যায় সদস্য বৃন্দ। আলোচনা শেষে মিলাদ ও ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।