ডেস্ক রিপোর্টঃ আশাশুনি উপজেলার ০১ নং শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় দরিদ্র, এতিম, অনাথ,প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন, জাগো যুব ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে,জেলা প্রশাসনের সহায়তায় আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।।
ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ ও আলোচনা অংশ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক । সম্মানিত অতিথি আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মুসলিমা পারভীন মিলি। স্বেচ্ছাসেবী সংগঠন এর নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন ও জেলা কো-অর্ডিনেটর মরিয়ম পারভীন সহ ভলেন্টিয়ার আসাদুজ্জামান আসাদ, মরিয়ম, জাহাঙ্গীর প্রমূখ।।
আলোচকগণ এ ধরনের সেবামূলক কাজকে সাধুবাদ জানিয়ে বলেন দেশের প্রান্তিক মানুষের মধ্যে যে অভাব দারিদ্রতা রয়েছে সেটা দূরীকরণে সমাজের বিত্তবান মানুষ ও সংগঠন গুলো এগিয়ে আসলে অসহায় মানুষ গুলো একটু হলেও স্বস্তি পাবে। অন্যদিকে ধর্মের যে মহান শিক্ষা যাকাত ব্যবস্থা সহ দানের মধ্য দিয়ে ধনী গরিবের বৈষম্য লাঘব হবে ।।