ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদে নিজ বক্তব্যের প্রথম দিনেই সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ বরাদ্দ চেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যএস, এম আতাউল হক।
রবিবার ৪ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় তিনি সম্পূরক প্রশ্ন বলেন। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪। যেটি অত্যন্ত দূর্যোগ প্রবন এলাকায় অবস্থিত। শ্যামনগর ও কালিগঞ্জ এই উপজেলা দুটি সবসময় প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে থাকে।
সাতক্ষীরার জন্য বিশেষ একটি প্রকল্প গ্রহণ করে সাতক্ষীরার সড়কগুলো যদি স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়ন করা যায়, তাহলে মানুষ যেভাবে আমাদের ভোট দিয়েছে, তাদের কল্যাণে আমরা কাজ করতে পারবো।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মাননীয় সংসদ সদস্য যে অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন, ওই এলাকায় প্রকল্পের মাধ্যমে উন্নয়নের কাজ চলছে।
তারপরও উনি যেগুলো বলেছেন, সেগুলো অন্তর্ভুক্ত না থাকলে উনি লিখিত দিলে আমরা দিলে আমরা অন্তত করে দেব।