শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন, সাঈদ সভাপতি বারী সম্পাদক সুন্দরবনে এক জেলে অপহরণ,বনজীবিদের মধ্যে আতঙ্ক শ্যামনগরে ডিজিএফআই কর্তৃক এক ভূয়া গোয়েন্দা সদস্য আটক সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক সাংবাদিক ঢাকায়,মামলা হলো শ্যামনগর থানায় ইসু ভারতে ইলিশ মাছ পাঁচারের শ্যামনগরে ১০ বছর পর উন্মুক্ত হল দুটি খাল শ্যামনগরে মৎস্য ঘের মালিককে কুপিয়ে হত্যা একটি নিখোঁজ সংবাদ, খাগড়াদানা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তি নিখোঁজ শ্যামনগরে সড়ক দূঘটনায় ও পানিতে ডুবে নিহত দুই, আহত এক একটি নিখোঁজ সংবাদ, ছোটভেটখালি গ্রামের হালিমা নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে শ্যামনগরে ৮০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ শ্যামনগরে ভারতীয় মদ সহ দুই কারবারি আটক শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারের মাঝে বাংলালিংক পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরন শ্যামনগরে রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল সুন্দরবনে রেমালের তান্ডবে নিখোঁজ তিন জেলে উদ্ধার

শ্যামনগরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

ডেস্ক রিপোর্টঃ / ১২২ ভিউ :
সময় : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ (৩৭) কে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে জাহাজঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের হোসেন আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, শ্যামনগরের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কে ট্রাক আড় করে দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি অভিজানি দল শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে সড়কের উপর আড় করা একটি ট্রাক আটক করে। পরে ওই ট্রাকের ভেতরে থাকা চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, রশি ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

আটক বশির শেখকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তাঁরা এই ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক বশির শেখ কে শ্যামনগর থানায় ডাকাতি প্রস্তুতির মামলায় রজু করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পিসিপিআর যাচাই করে দেখা যায়, আসামি বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রূপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।