উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি- ৭নং নির্বাচনী এলাকা শ্যামনগর অঞ্চলের এলাকা পরিচালক পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৫ টায়। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, কুদরত-ই- খোদা (কচি) (বৈদ্যুতিক পাখা) ও মোঃ মুকুল হোসেন (ছাতা প্রতীক)। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ১২টি বুথে। মোট ভোটার ৮২ হাজার ৩ শত ৭৯ জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন-মোঃ আনিছুর রহমান, উপ-পরিচালক (প্রশাসন), তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা, মোঃ ইমরান খান, উপ-পরিচালক (প্রশাসন), পবিস মনিঃ ও বাঃ পঃ (পঃ অঃ)পরিদপ্তর,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা, মোঃ এরশাদ হোসেন ভূইয়া, সরকারী পরিচালক (অর্থ), আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল),বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা ও মোঃ সাইফুল ইসলাম, এজিএম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি।
মোট ভোট পড়েছে ৩ হাজর ৭ শত ৭৩ টি। বাতিল হয়েছে ৫৯ টি। এতে কুদরত-ই- খোদা (বৈদ্যুতিক পাখা) নিয়ে পেয়েছেন ২ হাজর ২২৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মোঃ মুকুল হোসেন (ছাতা প্রতীক) নিয়ে পেয়েছেন ১ হাজার ৪শত ৬৫ ভোট। উক্ত নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জিয়াউর রহমান। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম শ্যামনগর জোনাল অফিসের ডেপুলি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মন্ডল প্রমুখ । আগামী তিন বছরের জন্য শ্যামনগরে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক-৭ এর আওতায় নির্বাচিত হয়েছেন কুদরত-ই- খোদা (কচি)।এতে করে তিনি একাধারে ৩বার নির্বাচিত হয়েছেন।