আজিজুর রহমান শ্যামনগর: সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা প্রজনন মৌসুমে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার অপরাধে মালপত্র সহ ১০ জেলেকে আটক করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকা থেকে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ৪শত কেজি মা কাঁকড়া সহ অন্যান্য মালপত্র জব্দ করে বনকর্মীরা। জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফা ও বিল্লাল হোসেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এসময় আটক জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।