মোঃ আঃ সবুর মোড়ল শ্যামনগর থেকে: বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে টেকের খাল এলাকায় চোরা হরিণ শিকারীদের পেতে রাখা ফাঁদে এক হরিণের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা মৃত হরিণটি উদ্ধার করেন। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনে নিয়মিত টহল দেওয়ার সময় কোবাতক স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের টেকের খাল এলাকায় মৃত হরিণটি দেখতে পায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে হরিণ শিকারের জন্য ব্যবহৃত ৬বস্তা ফাঁদ ও হরিণটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীর দল পালিয়ে যায়।