আজিজুর রহমান শ্যামনগর: বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীতে মাছ ধরার সময় কুমিরের কামড়ে কুদ্দুস গাজী (৫৭) নামে এক জেলে গুরত্বর আহত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০টার দিকে সুন্দরবনে কলাগাছিয়া নদীতে মাছ ধরার সময় একটি কুমির তাকে আক্রমণ করে। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে মৃত মোকছেদ গাজীর ছেলে।
আহত কুদ্দুক গাজী জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে অনুমতি নিয়ে কলাগাছিয়া নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় একটি কুমির তার বাম হাতে কামড়ে ধরে। এসময় তাকে টেনে হিচড়ে গহিন পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কুমির। তার ডাক চিৎকারে সহযোগীরা তাকে টেনে ধরে। এক পর্যায়ে কুমিরটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। সহযোগীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। ডাঃ শাকির হোসেন বলেন, কুমিরের কামড়ে তার বাম হাত মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, তিনি শঙ্খামুক্ত আছেন।
বুড়িগোয়ালিনী বনষ্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি সুন্দরবনে বিভিন্ন নদ নদীতে কুমিরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে বনজীবিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।