মোড়ল বার্তা ডিজিটাল ডেস্কঃ
সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণ দাবি করে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের দারগাং সংলগ্ন ছেড়া নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনী তাকে অপহরণ করে। তবে, এসময় অপহৃত জেলের অপর তিন সঙ্গী উপজেলার টেংরাখালী গ্রামের রেজাউল, সুলতান ও মোকছেদ কে ছেড়ে দেয় বনদস্যু বাহিনীর সদস্যরা।
অপহৃত জেলে হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫)।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালী গ্রামের হাজি আব্দুর রহমান জানান, গত পরশু জেলেরা মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করে। এক পর্যায়ে গতকাল রাতে অস্ত্রধারী বনদস্যুর দল অতর্কিত হামলা চালিয়ে সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত ছিল। নতুন করে জেলে অপহরণের ঘটনায় সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের মধ্যে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনদস্যু বাহিনীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি তিনি জানান।
এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনষ্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলাম বলেন, জেলে অপহরণের ঘটনা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।