সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় মালপত্র সহ ২৪ জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া বন অফিসের সদস্যরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোর ৬টার দিকে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির ওসি শমসের আলীর নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দার বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও ৪লক্ষাধিক টাকার নিষিদ্ধ জ্বাল সহ অন্যান্য মালপত্র জব্দ করে বনকর্মীরা।
আটক জেলেরা হলেন- পিরোজপুর থানার মঠবাড়িয়া এলাকার মজিদ খা, সাদ্দাম হোসেন, রুবেল পেশকার, মিরাজ সানা, শিমুল হাওলাদার, বাবুল পেশকার, নবী হোসেন, সাইফুল ফরাজি, জাহিদ হোসেন ও রাজিব হাওলাদার এবং পাথরঘাটা এলাকার মাসুদ, জাহাঙ্গীর, জামাল খাঁ, ইমান খাঁ, চাঁন মিয়া, ফরিদ শিকদার, মুজিবুল হক, ইব্রাহিম, সেলিম, ফারুক খাঁ, মিজানুর রহমান, বাবর আলী, আলামিন সরকার ও জাফর আলী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ১০লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।