ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলায় আহত মাহবুব এলাহী সরদার নামে একজন আহত হয়েছেন।
প্রাথমিক সূত্রে জানা যায়, শ্যামনগর পৌরসভার নকিপুর জমিদার বাড়ি সংলগ্নে আজ সোমবার ফজরের নামাজের জন্যে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাহির হওয়ার পর পথিমধ্যে সন্ত্রাসী দূর্বৃত্তরা পিছন দিক থেকে পেট্রোল বোমা ছুড়ে মারে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পেট্রোল বোমার আগুনে ঘটনাস্থলে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়, এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত রেফার করা হয়।
এ ঘটনা শোনার পর স্থানীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন তাকে দেখতে যায়।