রাকিবুল হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপকূলের সংবাদকর্মীদের আশ্রায়স্থল সুন্দরবন প্রেসক্লাবের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টাই শুরু করে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে, ফিতা কাটা, আলোচানা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, রমজান নগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বুড়িগোয়ালীনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ষুবলীগের যুগ্ন আহবায়ক স ম আব্দুর সাত্তার, মুন্সিগন্জ কলেজের উপ অধ্যক্ষ মোশাররফ হোসেন, নওয়াবেঁকী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আল মেহেদী লিটন, সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় সুন্দরবন প্রেসক্লাবের সংবাদ কর্মী সহ শ্যামনগরের সকল সংবাদ কর্মীরা উপস্তিত ছিলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্তিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি পিযুষ বাউলিয়া পিন্টু।