ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় একই পরিবারে আগুন লেগে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
বুধবার ৬ মার্চ রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা কার্তিক মণ্ডল জানান, সন্ধ্যার পরে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। হঠাৎ করেই বাড়িতে আগুন লাগে। এতে দুইটি ঘরে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ১৪ মণ ধান, ৪ মণ চাল, ব্যবহার্য জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, সন্ধ্যার পরে কার্তিক মণ্ডলের বাড়ির সবাই ওয়াপদায় ছিল।
হঠাৎ তাদের বাড়িতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তখন আমরা ক্লাবে ছিলাম। খবর পেয়ে সেখানে যেতেই সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে ৩৭ হাজার টাকার পুড়ে যাওয়া নোট উদ্ধার করেছি। এছাড়া তাদের ঘর রক্ষিত ধান-চালসহ সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।
এদিকে, কার্তিক মণ্ডলের বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।