তাপস কুমার মন্ডল গত ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননন্দিত জননেতা প্রভাষক মোঃ সাঈদ উজ জামান সাঈদ ও ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা রিপনকে আজ বিকাল ৫ ঘটিকায় মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে গণসংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক জনাব এস এম আবু কওছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম,
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্তন সহকারী প্রধান শিক্ষক জনাব আজিজুর রহমান, ও মুন্সীগঞ্জ ইউনিয়ন ৭,৮,৯ নাং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহানা ফারুক উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দদের ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে বরন করে নেন শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লিগের যুগ্ম আহবায়ক ও সুন্দরবন যুব সংঘের সভাপতি
মোঃ আঃ সবুর মোড়ল ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আলতাপ হোসেন মল্লিক, সহ উপস্থিত এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সর্বিক তত্বাবধানে ছিলেন গাজী আব্দুর রহমান ও মোঃ মিজান গাজী উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব গাজী মিজানুর রহমান।