আজিজুর রহমান : শ্যামনগর সীমান্তে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন কৈখালী কোষ্টগার্ড সদস্যরা। গত সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কৈখালী কোষ্টাগার্ড সিনিয়র পেটি অফিসার (সিপিও) নাজমুল হাসানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সীমান্তের কালিঞ্চী পাঁচ নদীর মোহনা নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল মদ উদ্ধার করে। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাঁচারকারীর দল মালপত্র ফেলে ইঞ্জিন চালিত ট্রলার যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
কৈখালী কোষ্টগার্ড সিনিয়র পেটি অফিসার (সিপিও) নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাঁচারের খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।