আজিজুর রহমান, শ্যামনগরঃ সাতক্ষীরা শ্যামনগরে ভারতীয় মদ সহ দুই কারবারিকে আটক করেছেন শ্যামনগর থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে রবিবার (৯ জুন) দুপুর ১টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আঃ আহাদের নেতৃত্বে পুলিশ দল কৈখালী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় থেকে ওই দুই কারবারিকে আটক করে। এসময় তাদের তল্লাশী করে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করে পুলিশ দল।
আটক দুই কারবারি হলেন- উপজেলার মুন্সিগঞ্জ আইটপাড়া গ্রামের এবাদুল মোড়লের পুত্র ইব্রাহিম মোড়ল ও ইয়াকুব গাজী পুত্র বিল্লাল হোসেন।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে আটক দুই মাদক কারবারীকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।