মোড়ল বার্তা ডিজিটাল ডেস্কঃ
শ্যামনগরে আমদানি নিষিদ্ধ ৬লাখ টাকার ভারতীয় ঔষধ সহ নয়ন বিশ্বাস নামে এক চোরা কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক হানিফ মুন্সীর নেতৃত্বে পুলিশদল ঘোলা ত্রিমোহনী ঘাট হতে ভারতীয় ঔষধ সহ তাকে আটক করে। আটক চোরাকারবারি সাতক্ষীরা সদরের রাজারবাগান কাটিয়া গ্রামে জয়দেব বিশ্বাসের পুত্র।
থানা সূত্রমতে, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ পাচারের খবর জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে নয়ন বিশ্বাস পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে এবং ঘটনাস্থল তল্লাশি করে ৬লাখ টাকা মূল্যের ভারতীয় নিমোসুলাইন ও ডেক্সামেথাসন ট্যাবলেট সহ অন্যান্য ঔষধ জব্দ করা হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। আটক চোরাকারবারীকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।