‘‘দুর্যোগ প্রস্ততিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সিপিপি এর আয়োজনে এবং এস ডি আর আর প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ বিভিন্ন এনজিও সহযোগিতায় শ্যামনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (১০ মার্চ রবিবার ২০২৪) সকাল ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান (সাইদ)। বক্তারা আলোচনা সভায় বলেন, বিগত ৮ বছর ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ অনান্য এনজিও শ্যামনগরে দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে নিলরস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় দুর্যোগ ঝুঁকি সমূহ বেড়িবাঁধ ও সাইক্লোন সেল্টার গুলো সংস্কার এবং সংকটের সমাধান বিষয় গুলো তুলে ধরেন তারা। আলোচনা অনুষ্ঠানের পর একটি অগ্নি নির্বাপক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন, শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর মুক্তিযোদ্ধা কামন্ডার বীরমুক্তিযোদ্ধা বাবু দেবী রঞ্জন, সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, এনজিও সম্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি এবং সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সিপিপি সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মী সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সদস্য বৃন্দ ।