আজিজুর রহমান উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার টু মুনসুর সরদার গ্যারেজ সড়কের জেলেখালী নামকস্থানে দ্রুতগামী পিকআপের ধাক্কায় চারুবালা মৃধা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীর সামনে রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। তিনি জেলেখালী গ্রামে অনীল কৃষ্ণ মৃধার স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যার বাবু অসীম মৃধা জানান, বাড়ির সামনে রাস্তার পার হওয়ার সময় দ্রুতগামী ১টি পিকআপের (ঢাকা মেট্টো ন- ১৪-৩৯৭৬) ধাক্কায় ঘটনাস্থলে গুরত্বর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ও চালককে আটক করা হয়েছে।