ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে বরফ কলে বিদ্যুৎ সংযোগ স্থাপনের অভিযোগ উঠেছে। সরকার ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এলাকায় বরফকলে বিদ্যুৎ সংযোগ স্থাপন করায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় সূত্রমতে, জানাযায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী এলাকায় মিঠু গাজী ও আব্দুর রউফ মধু ব্যক্তি মালিকানায় নির্মানাধীন বরফ কলটি সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ হতে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায় উক্ত স্থানে বিদ্যুৎ সেবার জন্য বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার সংযোগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৪(ক) উপধারা (২) ও (৩) এবং ৫ ধারার উপধারা (১) ও (৪) এবং একই আইনের ধারা ১২ মোতাবেক পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে কোন এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন/পরিচালনা করা যাবে না। তাহা ছাড়া এলাকাটি সরকার ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এলাকা। ইতোমধ্যে সূত্রস্থ্য (ক) (খ) ও (গ) সংকট স্মারকের মাধ্যমে বিষয়টি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করা হয়েছে। কিন্তু বিষয়টি উপেক্ষা করে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সম্প্রতি উক্ত বরফকলটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেছেন।
এবিষয়ে সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সরকার ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এলাকায় এধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নিয়ম নাই। বিধায় বিষয়টি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিকে পর পর তিনটি চিঠির মাধ্যমে নির্মানাধীন বরফকলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু বিষয়টি উপেক্ষা করে পল্লী বিদ্যুৎ সমিতি উক্ত বরফকলের বিদ্যুৎ সংযোগ স্থাপনের বিষয়টি দুঃখ জনক।