আজিজুর রহমান (শ্যামনগর) থেকেঃ
সাতক্ষীরা শ্যামনগরে ভিজিএফআই কর্তৃক এক ভূয়া গোয়েন্দা সদস্য আটক হয়েছে। ১৩ আগষ্ট সকাল ১০ টার সময় শ্যামনগর উপজেলার নকিপুর বাজার ঠিকানা হোটেল হতে ডিজিএফআই শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেনঃ ফেনী জেলার ফেনী সদর উপজেলার মাইজবাড়ীয়া গ্রামের এমন নুর নবীর ছেলে মোঃ তৈয়ব আলী (৩০)।
ভিজিএফআই সার্জেন্ট আল মামুন জানান, উক্ত ভূয়া গোয়েন্দা শ্যামনগর উপজেলা ভূমি অফিসে নিজেকে ভূমি মন্ত্রণালয় থেকে খাস জমি বন্দোবস্ত, অবৈধ দখল ও জাল দলিল এর উপর তদন্তের কাজে এসেছেন বলে পরিচয় দেন। এছাড়াও শ্যামনগর উপজেলার এমপি সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের জমি দখল নিয়ে তদন্তে এসেছেন বলে পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তিনি বিভিন্ন জায়গায় ডিজিএফআই, এনএসআই এর পরিচয় দিয়ে এলাকা থেকে দোকান দখল করে দেওয়া, জমির বেদখল সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। প্রতারক দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলার ভিন্ন ভিন্ন যায়গায় বিভিন্নভাবে প্রতারনা করে বিভিন্ন সংস্থার পরিচয় ব্যাবহার করে আর্থিক সুবিধা ভোগ করে আসছিল। এমন তথ্য পাওয়ার পর ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখা কর্তৃক তাকে গোয়েন্দা নজরদারিতে রেখে অদ্য সন্দেহে তাকে আটক করা হলে তিনি তার প্রতারণার ও অপরাধের কথা স্বীকার করেন। তাকে আটক করে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগন্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর মুশফিক এর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।