আজিজুর রহমান: সারা দেশের ন্যায় শ্যামনগরেও প্রচন্ড তাপদাহ। ওষ্ঠাগত মানুষের জীবন। বিশেষ করে পথচলা পথিক ও খেটে খাওয়া মানুষের জীবন একেবারে হাসফাঁস অবস্থা। তৃষ্ণায় মানুষের বুকফাঁটা নাবিশ্বাস। ২৮ এপ্রিল রবিবার বেলা ১১টার দিকে নিজ বাস ভবন থেকে শ্যামনগর উপজেলার প্রয়োজনীয় কাজ করতে আসার পথে বিষয়টি অনুভব করে তাৎক্ষনিক গাড়ি থেকে নেমে মানুষের কষ্টকে ভাগ করে নিতে মিশে যান সবার সাথে। তৃষ্ণা মেটাতে উপস্থিত শত শত মানুষের মাঝে সুপেয় খাবার পানির বোতল বিতরণ শুরু করেন। এসময় মানুষের মনে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হয়। এমপি দোলনকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেন। ২৮ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলার চৌরাস্তা মোড়ে এমপি দোলন তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করেন।
এক প্রতিক্রিয়ায় এমপি দোলন বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এমন শিক্ষা পেয়ে নিজের বিবেকের তাড়নায় সবার মাঝে খাবার পানি বিতরণ করেন। আসুন সবাই মিলে কাধে কাধ মিলিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন এমন অবস্থা থেকে আমাদের সবাইকে মুক্তিদেন। সুজলা সুফলা শষ্য শ্যামলা বাংলাদেশ গড়তে আমরা সবাই কাজ করি।