প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ৪:৫২ পি.এম
দুর্যোগে ক্ষতিগ্রস্ত হত দরিদ্র সুবিধাভোগীদের দল গঠন ও মোবিলাইজেশন প্রশিক্ষণ সম্পন্ন
খুলনা কয়রা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত নির্বাচিত ৪০০ হত দরিদ্র ক্ষুদ্র জীবনযাত্রা পুনরুদ্ধার ও নতুন জীবিকায়ন সুবিধাভোগীদের দল গঠন ও মোবিলাইজেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে, বাংলাদেশ সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দাকোপ উপজেলার তিলডাঙ্গা, কামারখোলা ও সুতারখালী ইউনিয়নে ১৬ টি দলে বিভক্ত হয়ে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও পরিষদ সদস্য মহোদয় গন উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারা এই উপকূলীয় এলাকার জনগণের পাশে দাড়িয়ে তাদের জীবন-জীবীকার মান উন্নয়ণের জন্য USAID ও World Vision কে বিশেষ ভাবে ধন্যবাদ জানায়। ক্ষুদ্র ব্যবসায়ী যারা পুরাতন ব্যবসা পুনরুদ্ধারে নতুন করে ব্যবসা শুরু করেছে এবং যারা আগে ব্যবসার সাথে সম্পৃক্ততা ছিল না কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ইয়াসের পরে পেশা পরিবর্তন করে নতুন করে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে প্রকল্পের সহযোগিতায় ব্যবসা শুরু করেছে তাদের নিয়ে দল গঠন করা এবং তাদেরকে মোবিলাইজেশন করা যাতে করে নিজেরা আর ও বেশি সমন্বিত ও শক্তিশালী হয় । সমগ্র প্রশিক্ষণ পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা কাজী গোলাম মূর্ত্তজা ও এস ডি আর আর ও নবযাত্রা- ২ প্রকল্পের ফ্যাসিলিটেটর বৃন্দ। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার ৪০০জন সুবিধাভোগী।
Copyright © 2024 দৈনিক মোড়ল বার্তা. All rights reserved.