তাপস কুমার মন্ডল: স্বেচ্ছাসেবী সংগঠন জাগো যুব ফাউন্ডেশনের আয়োজনে স্রষ্টার ইবাদত সৃষ্টির খেদমত এই মূল মন্ত্রকে সামনে রেখে জগন্নাথপুর আহসানা মিশন কার্যালয় অত্র মিশনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মিশন সদস্যদের উপস্থিতিতে হাদিপুর,জগন্নাথপুর এলাকার হতদরিদ্র সুবিধা বঞ্চিত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।। ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতারী পূর্ব সময় বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন জাগো যুব ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন।এছাড়াও উক্ত কার্যক্রমের উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মুনতাসির সহ আরো অনেকে। বিতরণকালে উক্ত কার্যক্রমে সহযোগিতা করেন মিশনের সদস্য সহ উপস্থিত সকলেই।। মিশন সভাপতি বিতরণ কার্যক্রম শেষে জগত ফাউন্ডেশনের জন্য সকলের কাছে দোয়া চেয়ে নিজে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।। সেই সাথে তিনি এ ধরনের স্বেচ্ছাসেবী কাজকে সাধুবাদ জানিয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসবার জন্য সকলের নিকট বিনীত আহ্বান জানান।।
পবিত্র সিয়াম সাধনার মাসের নাজাতের শেষভাগে জাগো যুব ফাউন্ডেশনের এই কার্যক্রম কে উপস্থিত সকলের অভিনন্দন জানিয়ে সংগঠনের কাজে সকলেই সহযোগিতার আশ্বাস প্রদান করেন।। অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে দরিদ্র শ্রেণীর মানুষেরা ঈদ বস্ত্র পাওয়ায় তাদের মুখে আনন্দের পশরা ফুটে উঠে।।