ডেস্ক রিপোর্টঃ আজ সকাল জাগো যুব ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের সমন্বয়কারী ইউপি মেম্বার মরিয়ম খাতুন এর সভাপতিতে আশাশুনি উপজেলার শরাফপুর, কামালকাঠি, বালি য়াপুর, বসুখালী, বাঁকড়া গ্রামের দুস্থ- প্রতিবন্ধী অসহায় দরিদ্র পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে ঈদ সামগ্রী তথা খাদ্য সামগ্রী বিতরণ করেন জাগো যুব ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল হোসেন, খাদ্য বিতরণ কাজে সহযোগিতা করেন মাদ্রাসা শিক্ষক মোজাফফর হোসেন,সংগঠনের ভলেন্টিয়ার রিফাত, রাহ মনি প্রমূখ।।
সংগঠনের পক্ষে সংক্ষিপ্ত আলোচনায় আলোচকগণ বলেন সমাজের মধ্যে অসংখ্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে তারা যদি ইসলামের মহান শিক্ষা যাকাত প্রদানে এগিয়ে আসে তাহলে এদেশ থেকে দুঃস্থ মানুষগুলো দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পেয়ে সুস্থ ধারায় নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন।। পরবর্তীতে তারা নিজেরাই স্বাবলম্বী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে পারবে।।
আর তাই জাগো যুব ফাউন্ডেশন এর এ ধরনের কাজে কোন ব্যানার কোন প্রচার না করেই সমাজের মানুষকে বিশেষ করে বিত্তবানদের এ কাজে উৎসাহিত করবার জন্য আমাদের এই বিনাম্র আয়োজন।।
সংগঠনের পক্ষে প্রধান নির্বাহ সকল উপকার-ভোগীদের কাছে দোয়া প্রার্থনা করত: বলেন আগামীতে যাতে এ ধরনের কাজ আমরা অব্যাহত রাখতে পারি তার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করি।।