মোড়ল বার্তা ডিজিটাল ডেস্কঃ
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন সুন্দরবন বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক অফিসটি গতো ২৬শে মে ২০২৪ রবিবার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অফিসটি মেরামত করতে জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) অফিসটি মেরামত করার জন্য আর্থিক ভাবে অ্যালবেস্টার প্রদান করেন।
এবং উনি সব সময় গরিব ও অসহায়দের পাশে থাকার কথা ব্যক্ত করেছেন।
এজন্য অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্যকে "দৈনিক মোড়ল বার্তা" এর মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।