ডেস্ক রিপোর্টঃ আজ সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) কর্তৃক মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও এসসিএফের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম আতাউল হক দোলন মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষক সাঈদ-উজ-জামান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শ্যামনগর উপজেলা পরিষদ, জনাব গাজী গোলাম মোস্তফা সদস্য, জেলা পরিষদ, সাতক্ষীরা, জনাবা খালেদা আইয়ুব ডলি, মহিলা ভাইস চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, জনাব জি.এম মাছুদুল আলম, চেয়ারম্যান, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনার পাশাপাশি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১৮ জন পিতৃহারা মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি ও বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত মেহমানবৃন্দ এসসিএফের কার্যাবলীর ভূয়সী প্রসংশা করেন এবং উপকূলের মানুষের জন্য এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) ২০১৫ সাল থেকে উপকূলে বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে আসছে।
বর্তমানে সারাদেশব্যাপী এসসিএফের কার্যক্রম চলমান আছে।