ডেস্ক রিপোর্টঃ নিখোঁজ সংবাদ মোঃ গোলাম রসুল নামে এক ব্যক্তি গত শুক্রবার ০২/০৬/২০২৪ আনুমানিক ২.৩০ টার সময় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
নাম-মোঃ গোলাম রসুল (২৪), পিতা-মৃত: মীরআলী কয়াল, গ্রাম-খাগড়াদানা, পোস্ট-নকিপুর, শ্যামনগর, সাতক্ষীরা। তাঁর পরনে সাদা টি শার্ট ও লুংগী পরা
মানসিক ভারসাম্যহীন ও বুদ্ধি প্রতিবন্ধী।
কোন ভাবেই ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না,
যদি কোন হৃদয়বান ব্যাক্তি সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন তাঁর পরিবার।
যোগাযোগ – ০১৯ ৬৫-২৫ ০৭ ১৭
০১৯ ০৫-৮০ ৬৫ ৯৭